রূপসি বাংলা
ফেরদৌসী খানম রীনা
সবুজে ঘেরা দেশটি অামার
দোয়েল শ্যামা ডাকে,
মিষ্টি মধুর সুরের টানে মন
অামার উদাস থাকে।
রূপসি বাংলার রূপ মাধুরীতে
বিমুগ্ধ হয়ে রই,
অায় ছেলেরা অায় মেয়েরা
কই রে তোরা কই।
নদীর কিনারায় মাছ ধরতে
চল যাই সকলে,
ঝিলের জলে শাপলা – শালুক
অানাবো সবাই মিলে।
ছোট্ট নৌকায় মাঝি ধরে
ভাটিয়ালি সুর,
চারিদিকে মনোরম শোভায়
বাংলা ভরপুর।
ফসলের ক্ষেতে সোনালি ধান
যেন কৃষাণের প্রাণ,
মুগ্ধ নয়নে কৃষাণী তাই
ধরে সুখের গান।
বন-বনানীতে বাঘ,সিংহ অার
রয়েছে হরিণের দল,
বানর থাকে গাছের ডালে
গন্ডার ঘোলা করে জল।
এমন অপূর্ব দৃশ্য রয়েছে
রূপসী বাংলায়,
ছয়টি ঋতুর নানান বৈচিত্র
এ দেশটি সাজায়।
পাহাড়ের ওই ঝরনাধারা
দেখতে লাগে বেশ,
রূপসী বাংলার রূপের কথা
কবিতায় হবে না শেষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।