ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
দৈনিক ভোরের কাগজের পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আকছেদ আলী সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।আজ (২৩ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে তিনি মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।
এদিন এশার নামাজ শেষে তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চকরৌহালী গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।তাঁর মৃত্যুতে ভাঙ্গুড়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ গভীর শোক ও দুঃখ
প্রকাশ করেছেন। তাঁরা মহান আল্লাহতালার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
#ছবি ক্যাপশন: আকছেদ আলী।ছবি: সংগৃহীত।