লন্ডনে বাঙ্গালী মেয়ে ধানসিঁড়ি রেজার অসাধারণ সফলতা
নিজস্ব প্রতিবেদক দৈনিক চলনবিলের কথা
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কবি ও সাংবাদিক আলী রেজা খানের মেয়ে ধানসিঁড়ি রেজা ২০২৩ শিক্ষাবর্ষে রাসেলস গ্ৰুপ, ইউকে, ওয়ারিক বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে বিএসসি (অনার্স) পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছেন। এ উপলক্ষ্যে ওয়ারিক ইউনিভার্সিটি থেকে সংবর্ধনা দেয়া হয় তাকে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ধানসিঁড়ি রেজার পৈত্রিক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার মিঠাপুরে। পিতা আলী রেজা খান দীর্ঘদিনযাবৎ একমাত্র কন্যা এবং একমাত্র পুত্রসহ সস্ত্রীক লন্ডনে বসবাস করছেন। ধানসিঁড়ির স্বপ্ন মনোবিজ্ঞানে পিএইচডি করার। শিক্ষাজীবন শেষে কর্মজীবনে লন্ডন এবং পৈত্রিক নিবাস বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। ধানসিঁড়ি রেজা এবং তার পরিবার দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।