ঢাকাSunday , 2 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

লালপুরে সোনালী ব্যাংক স্থানান্তরিত, নতুন ভবনের উদ্বোধন

Ckotha247
October 2, 2022 7:47 pm
Link Copied!

লালপুর প্রতিনিধি ঃ

নাটোরের লালপুরে সোনালী ব্যাংক লিমিটেড শাখা স্থানান্তরিত,নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২রা অক্টোবর-২০২২) লালপুর উপজেলার গোপালপুর বাজারে নিকেতন ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ শাখার কার্যক্রম চালু করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শহিদুল ইসলাম বকুল বলেন,সোনালী ব্যাংকের এই নতুন ভবনে নতুন করে যাত্রা শুরু হলো। এর মাধ্যমে এ অঞ্চলের বৃহত্তর জনসংখ্যা নতুন আঙ্গিকে সর্বোচ্চ সেবা পাবে বলে প্রত্যাশা রাখি।
এ সময় সুষম সেবা আদান-প্রদানের মাধ্যমে ব্যাংক স্টাফ এবং গ্রাহকদের আত্মিক বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের নাটোর প্রিন্সিপাল অফিসের ডিজিএম ফরিদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, শাখা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার, আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।