ঢাকাSunday , 6 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

লিপিকে বাঁচাতে প্রয়োজন তিন লক্ষ টাকা

Link Copied!

“লিপিকে বাঁচাতে প্রয়োজন তিন লক্ষ টাকা”

মনিরুজ্জামান ফারুক বিশেষ প্রতিনিধি


ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী লিপি বেগম (৩২)।বাড়ি পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের কালিবাড়ী এলাকায়।৬ বছর আগে তাঁর স্বামী মারা যান।স্বামীর মৃত্যুর পর সন্তানদের মুখের দিকে তাকিয়ে ফের নতুন করে সংসার পাতেননি।

পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে সামান্য বেতনে ল্যাব সহকারী হিসাবে কাজ করেন লিপি।সেখান থেকে যা উপার্জন হয় তাতেই কোন মতো চলে তাঁদের তিন সদস্যের সংসার।

মাস ছয়েক আগে তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন।পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান,তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।

ওই ক্লিনিক থেকে বিনা পয়সায় করা হয় লিপির অপারেশন।কিন্তু অপারেশনের পর তাঁর শরীরে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়।এতে প্রয়োজন তিন লাখ টাকা। কিন্তু এতো টাকা যোগান দেওয়া তাঁর একার পক্ষে কোনভাবেই সম্ভব না।

অর্থাভাবে নিয়মিত থেরাপি নিতে না পারায় বর্তমানে তিনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।তাই নিজের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের নিকট তিনি সহযোগিতা কামনা করেছেন।

(তাঁর বিকাশ নম্বর:০১৯২২৩৭৮০৯৭)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।