Dhaka , Saturday, 14 September 2024
www.dainikchalonbilerkotha.com

শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন “রূপসী বাংলা ক্লাব” সংগঠন

দেশজুড়ে প্রচণ্ড গরম পড়ছে গত কয়েকদিন ধরে। নেই বৃষ্টির দেখা আর তাই যখন সূর্য প্রখর হয়ে ওঠে, তখন অসহনীয় তাপে ক্লান্ত হয়ে পড়ে শ্রমজীবি মানুষ ।
একটু ছায়ার আশায় পথ ছেড়ে পাশে কোথাও আশ্রয় নেয় পথচারী, পিপাসার্ত শ্রমিক খুঁজে ফেরে তৃষ্ণা মিটানোর জন্য একটু শীতল পানি।

প্রকৃতির এ তীব্র দাবদাহে আমরা চাইলে খুব সহজেই অসীম পূণ্যবান হতে পারি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। (আহমদ, আবু দাউদ)
তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে স্বস্তি দিতে এরই আলোকে  সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ঢাকার মিরপুর কালসী এরিয়ার একটি সেবামূলক সংগঠন “রূপসী বাংলা ক্লাব”।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহাসড়কে কালসী মোড়, মিরপুর ১১,পল্লবী থানা মোড়,মিরপুর ১২ মেট্রোরেল স্টেশন রোড, মিরপুর মুসলিম বাজার এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।


ঢাকা মহানগর, মিরপুর পল্লবী থানার মিরপুর ১১ এর অন্তর্গত কালসী এরিয়ায় এই সেবামূলক সংগঠন “রুপসী বাংলা ক্লাব” এই সংগঠটির সভাপতি মোঃ সাব্বির শেহজাদ রাব্বি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জয় এ কার্যক্রমের নেতৃত্ব দেন।

রূপসী বাংলা ক্লাব এ আয়োজনে প্রায় এক হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এই সংগঠনটির ক্রিয়া সম্পাদক জীবন,প্রচার সম্পাদক সাঈদ প্রতিষ্ঠাতা সদস্য জুয়েল,রাসেল,শোহান,আবিদ,আনন্দ জুবায়ের, আকাশ,সজীব,বিপ্লব, রনিসহ অঙ্গ সংগঠনের সদস্যরা।

শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেন “রূপসী বাংলা ক্লাব” সংগঠন

আপডেটের সময় 03:17 pm, Tuesday, 30 April 2024

দেশজুড়ে প্রচণ্ড গরম পড়ছে গত কয়েকদিন ধরে। নেই বৃষ্টির দেখা আর তাই যখন সূর্য প্রখর হয়ে ওঠে, তখন অসহনীয় তাপে ক্লান্ত হয়ে পড়ে শ্রমজীবি মানুষ ।
একটু ছায়ার আশায় পথ ছেড়ে পাশে কোথাও আশ্রয় নেয় পথচারী, পিপাসার্ত শ্রমিক খুঁজে ফেরে তৃষ্ণা মিটানোর জন্য একটু শীতল পানি।

প্রকৃতির এ তীব্র দাবদাহে আমরা চাইলে খুব সহজেই অসীম পূণ্যবান হতে পারি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সদকা হলো মানুষকে পানি পান করানো। (আহমদ, আবু দাউদ)
তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে স্বস্তি দিতে এরই আলোকে  সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ঢাকার মিরপুর কালসী এরিয়ার একটি সেবামূলক সংগঠন “রূপসী বাংলা ক্লাব”।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহাসড়কে কালসী মোড়, মিরপুর ১১,পল্লবী থানা মোড়,মিরপুর ১২ মেট্রোরেল স্টেশন রোড, মিরপুর মুসলিম বাজার এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।


ঢাকা মহানগর, মিরপুর পল্লবী থানার মিরপুর ১১ এর অন্তর্গত কালসী এরিয়ায় এই সেবামূলক সংগঠন “রুপসী বাংলা ক্লাব” এই সংগঠটির সভাপতি মোঃ সাব্বির শেহজাদ রাব্বি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জয় এ কার্যক্রমের নেতৃত্ব দেন।

রূপসী বাংলা ক্লাব এ আয়োজনে প্রায় এক হাজার মানুষের মাঝে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- এই সংগঠনটির ক্রিয়া সম্পাদক জীবন,প্রচার সম্পাদক সাঈদ প্রতিষ্ঠাতা সদস্য জুয়েল,রাসেল,শোহান,আবিদ,আনন্দ জুবায়ের, আকাশ,সজীব,বিপ্লব, রনিসহ অঙ্গ সংগঠনের সদস্যরা।