শ্রাবণ মেঘেরা
মোঃ নুরুজ্জামান সবুজ
শ্রাবণ মেঘেরা অভিমানে কাঁদে
বৃষ্টি ভেজা দুটিচোখ,
অতল তলের সীমানায় একা
খুঁজি ফিরে চেনামুখ।
বুকের ভিতর ঘরভাঙা ঝরে
নীলাভ কষ্ট বাঁধে,
না-বলা কথায় বেদনার নীলে
রাত্রিতে এসে কাঁদে!
রাতের আধারে পোড়ামন নিয়ে
আকাশের চাঁদ চুমি,
বিরহ আগুনে ধিকিধিকি জ্বলে
বরিষণে যায় ঘুমি।
বেতাল উতলা শ্রাবণের মেঘ
মিলন মোহনা এসে,
হৃদয় আকাশে অবিরাম ঝরে
প্রিয়াকে ভালোবেসে।