আন্তর্জাতিক নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উপ-প্রধানমন্ত্রী স্যাম বাসিল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (১১ মে) রাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর উপ-প্রধানমন্ত্রী বাসিলসহ অন্য তিনজন আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর উপ-প্রধানমন্ত্রীকে মৃত: ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং বলেন, দুর্ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সাথে জড়িত দ্বিতীয় গাড়িটি এবং এর চালককে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার যে কোনো প্রত্যক্ষদর্শীকে তদন্তকারীদের সহায়তা করার জন্য এগিয়ে আসার জন্য আবেদন করছি। ইউনাইটেড লেবার পার্টির নেতা বাসিল এই সংসদীয় মেয়াদে মারা যাওয়া অষ্টম এমপি। নির্বাচন হওয়ার দুই মাস আগে তার মৃত্যু হয়। পাপুয়া নিউগিনির উপ-প্রধানমন্ত্রীর সড়ক দুর্ঘটনায় এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। তার ভক্ত অনুরাগী সহ অসংখ্য নেতাকর্মী শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।