সন্ধ্যা
ফারুক বিন কফিল।
এসেছে সন্ধ্যা দ্যাখো এজগত সংসারে
হারিয়ে গেছে হায় দিনের উজ্জ্বলতা !
চারিদিকে নেমেছে—নীরব বিষণ্ণতা !
সূর্য দিয়েছে ডুব——সাগরের ওপাড়ে।
ক্রমশ যাচ্ছে ঢেকে পৃথিবীটা আঁধারে
হৃদয়ে উঠছে জেগে—সুপ্ত আকুলতা !
প্রেয়সির সনে কতো বাকি আছে কথা
সন্ধ্যাও যায় চলে বেঁধে রেখে আমারে !
থেমে গেছে মাঠে ঐ, পাখির বিচরণ
ফিরেছে আলয়ে হায় পরিশ্রান্ত চাষী !
আকাশে উঠেছে জ্বলে তারা অগণন
নীরব হয়েছে হায়—রাখালের বাঁশী !
এভাবেই হবে—–সে সন্ধ্যার আগমন
থেমে যাবে কোলাহল দেহো হবে বাসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।