Dhaka , Friday, 6 December 2024
www.dainikchalonbilerkotha.com
শিরোনামঃ
চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত করেছে ইমো ভাঙ্গুড়ায় নদীর স্রোতে ভেসে গিয়ে শিশু নিখোঁজ সৎ, নির্ভীক ও নির্লোভ সাংবাদিক মনিরুজ্জামান ফারুক: সাংবাদিকতার একটি অনন্য প্রতীক চলনবিলে এসে খালি হাতে ফিরলেন ৫ শতাধিক সৌখিন মাছ শিকারী সিংড়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযা ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন আলোচনা সভা ও চেক বিতরণ ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান

দৈনিক চলনবিলের কথা এর সম্পাদক ও প্রকাশক আর এস আই সাগরের জন্মদিনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি দৈনিক চলন বিলের কথা


আলোকিত সমাজ বিনির্মানে জ্ঞান চর্চার বিকল্প নাই। জ্ঞানের আলোয় ঘুচে যায় অজ্ঞানতার অন্ধকার একটি সুষ্ঠু সুন্দর সুখী সমৃদ্ধ নৈতিক জাতি গঠনের নিখুঁত কারিগর একজন কবি ও তার কবিতা। আজ ১ জানুয়ারি ২০২৩, চলনবিলের সর্বাধিক প্রচারিত অনলাইন “দৈনিক চলনবিলের কথা” পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি ও সাহিত্যিক, ছড়াকারএবং  প্রকৌশলী আর এস আই সাগর  এর জন্মদিন। তিনি পাবনা জেলার  ভাঙ্গুড়া উপজেলার রমানাথ পুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোঃ শাহিদুল ইসলাম সাগর। তার বাবার নাম মোঃ রজব আলী মোল্লা, মাতা মোছাঃ সাজেদা খাতুন ।পেশা তড়িৎ প্রকৌশলী ঢাকা মেট্ররেল প্রজেক্টে ঠিকাদারী কোম্পানিতে “প্রজেক্ট ইঞ্জিনিয়ার “
হিসেবে দায়িত্বরত আছেন।তিনি পেশায় প্রকৌশলী হলেও বাংলা সাহিত্যের সব শাখায় অবাধ বিচরণ। রংপুর থেকে প্রকাশিত সাহিত্য কাগজ পায়ড়া, কলকাতা থেকে প্রকাশিত  অপার বাংলা ত্রৈমাসিক ম্যাগাজিন পত্রিকা,ঢাকা থেকে প্রকাশিত আলোর দিশা, দৈনিক গণমাধ্যম, দৈনিক দিনরাত সংবাদ (DDNNEWS),  চলনবিলের আলোসহ বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক
অনলাইন নিউজ পোটার্লে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। প্রকাশিত যৌথ কাব্য গ্রন্থ সোনালী সকাল,প্রদীপ্ত দিন,দর্পনে অর্পণ, কাব্যচিহ্ন,অবশিষ্টাংশ, অন্তরালে অন্তরাসহ যৌথকাব্য ৬টি। প্রকাশনের পথে একক কাব্যগ্রন্থ “নদীর অব্যক্ত কথাগুলো ” “চলনবিলের চাষি” ইত্যাদি  ।তিনি লেখালেখির হাতেখড়ি ২০০৫ ইং সাল থেকে, সাংবাদিকতায় হাতেখড়ি পাবনার চাটমোহর  থেকে প্রকাশিত  সাপ্তাহিক সবুজ আলো। তারপর থেকেই নিয়মিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ শুরু করেন । ২০১৮ সালে তার নিজ  সম্পাদিত অনলাইন পত্রিকা “দৈনিক চলনবিলের কথা”র যাত্রা শুরু হয় । এছাড়াও বর্তমানে তিনি জাতীয় “দৈনিক গণকণ্ঠ” বিভিন্ন দৈনিক, সাপ্তাহিকসহ অনলাইন নিউজ পোর্টালে নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। সাহিত্য ও সাংবাদিকতায় বেশ কয়েকটি সম্মাননা স্মারক পেয়েছেন। বিভিন্ন পত্রিকার  পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। এছাড়া তিনি চলনবিলবাসীর কাছে দোয়া প্রত্যাশী।
Popular Post

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা

দৈনিক চলনবিলের কথা এর সম্পাদক ও প্রকাশক আর এস আই সাগরের জন্মদিনের শুভেচ্ছা

আপডেটের সময় 03:29 pm, Sunday, 1 January 2023

নিজস্ব প্রতিনিধি দৈনিক চলন বিলের কথা


আলোকিত সমাজ বিনির্মানে জ্ঞান চর্চার বিকল্প নাই। জ্ঞানের আলোয় ঘুচে যায় অজ্ঞানতার অন্ধকার একটি সুষ্ঠু সুন্দর সুখী সমৃদ্ধ নৈতিক জাতি গঠনের নিখুঁত কারিগর একজন কবি ও তার কবিতা। আজ ১ জানুয়ারি ২০২৩, চলনবিলের সর্বাধিক প্রচারিত অনলাইন “দৈনিক চলনবিলের কথা” পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কবি ও সাহিত্যিক, ছড়াকারএবং  প্রকৌশলী আর এস আই সাগর  এর জন্মদিন। তিনি পাবনা জেলার  ভাঙ্গুড়া উপজেলার রমানাথ পুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম মোঃ শাহিদুল ইসলাম সাগর। তার বাবার নাম মোঃ রজব আলী মোল্লা, মাতা মোছাঃ সাজেদা খাতুন ।পেশা তড়িৎ প্রকৌশলী ঢাকা মেট্ররেল প্রজেক্টে ঠিকাদারী কোম্পানিতে “প্রজেক্ট ইঞ্জিনিয়ার “
হিসেবে দায়িত্বরত আছেন।তিনি পেশায় প্রকৌশলী হলেও বাংলা সাহিত্যের সব শাখায় অবাধ বিচরণ। রংপুর থেকে প্রকাশিত সাহিত্য কাগজ পায়ড়া, কলকাতা থেকে প্রকাশিত  অপার বাংলা ত্রৈমাসিক ম্যাগাজিন পত্রিকা,ঢাকা থেকে প্রকাশিত আলোর দিশা, দৈনিক গণমাধ্যম, দৈনিক দিনরাত সংবাদ (DDNNEWS),  চলনবিলের আলোসহ বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক
অনলাইন নিউজ পোটার্লে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। প্রকাশিত যৌথ কাব্য গ্রন্থ সোনালী সকাল,প্রদীপ্ত দিন,দর্পনে অর্পণ, কাব্যচিহ্ন,অবশিষ্টাংশ, অন্তরালে অন্তরাসহ যৌথকাব্য ৬টি। প্রকাশনের পথে একক কাব্যগ্রন্থ “নদীর অব্যক্ত কথাগুলো ” “চলনবিলের চাষি” ইত্যাদি  ।তিনি লেখালেখির হাতেখড়ি ২০০৫ ইং সাল থেকে, সাংবাদিকতায় হাতেখড়ি পাবনার চাটমোহর  থেকে প্রকাশিত  সাপ্তাহিক সবুজ আলো। তারপর থেকেই নিয়মিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কাজ শুরু করেন । ২০১৮ সালে তার নিজ  সম্পাদিত অনলাইন পত্রিকা “দৈনিক চলনবিলের কথা”র যাত্রা শুরু হয় । এছাড়াও বর্তমানে তিনি জাতীয় “দৈনিক গণকণ্ঠ” বিভিন্ন দৈনিক, সাপ্তাহিকসহ অনলাইন নিউজ পোর্টালে নিয়মিত লেখালেখি করেন। বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। সাহিত্য ও সাংবাদিকতায় বেশ কয়েকটি সম্মাননা স্মারক পেয়েছেন। বিভিন্ন পত্রিকার  পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। এছাড়া তিনি চলনবিলবাসীর কাছে দোয়া প্রত্যাশী।