সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি অফিসে মাননীয় সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ এর শুভাগমন
সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
গত শনিবার বিকাল সময় সলঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্র শুভ উদ্বোধন শেষে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটিতে শুভাগমন ও সাংবাদিদের সাথে মতবিনময় করেন অধ্যাপকঃ ডাঃ মোঃ আব্দুল আজিজ মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৪-সিরাজগঞ্জ(রায়গঞ্জ-তারাশ-সলঙ্গা)এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ রায়হান গফুর সভাপতি সলঙ্গা থানা আওয়ামীলীগ, মোঃ আতাউর রহমান লাভু সাধারণ সম্পাদক সলঙ্গা থানা আওয়ামীলীগ, মোঃ আব্দুর রশিদ খান সহ-প্রচার সম্পাদক সলঙ্গা থানা আওয়ামীলীগ, জেড, জেড, মোঃ তাজুল হুদা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, সলঙ্গা থানা, মোঃ মোখলেছুর রহমান তালুকদার আহ্বায়ক সলঙ্গা থানা আওয়ামীযুবলীগ, মোঃ শহিদুল ইসলাম সেলিম সাবেক সভাপতিঃ সলঙ্গা থানা ছাত্রলীগ, মোঃ আশরাফুল ইসলাম সভাপতিঃ সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি, সহ সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এম, আর মুন্টু অনলাইন পত্রিকার প্রকাশক ছানোয়ার হোসেনসহ প্রমুখ।