সাদা মনের মানুষ
নুরুজ্জামান সবুজের গল্প
কবি হাবিবুর রহমান
আমি গল্প লিখতে ভালোবাসি৷ আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আমার গল্পে একজন সাদা মনের মানুষের কথা তুলে ধরবো৷
তিনি একাধারে কবি,সাহিত্যিক,গল্পকার,গীতিকার,ভালো সংগঠক,তিনি একজন আদর্শবান শিক্ষক। তার মধ্যে সকল গুণ ফুটে উঠেছে৷
চাইলে আপনি গুণি হতে পারবেন না। শ্রম, সময়,সাধনার প্রয়োজন।
আমি নুরুজ্জামান সবুজের কথা বলছি। তার বাড়ি পাবনার- ভাংগুড়ার, ময়দান দিঘী গ্রামে। তিনি পাড়া গায় থাকলেও তার নিজ হাতে গোড়া সংগঠন “চলনবিল সাহিত্য সংসদ” আলো ছড়িয়ে যাচ্ছে। নতুন কবি সাহিত্যিক তার সংগঠনের মাধ্যমেই উঠে আসছে৷
কবি নুরুজ্জামান সবুজ একজন সাদা মনের মানুষ। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত গীতিকার।
একজন ভালো ছড়া লেখক,কবি,সকল গুণাবলী তার মধ্যে আল্লাহ্ দিয়েছেন৷
আপনি সারাদিন চেষ্টা করলেও দুই লাইন লিখতে পারবেন না৷
যদি আপনাকে দিয়ে আল্লাহ্ লেখায় তাহলেই আপনি কবি,লেখক,গুণি মানুষ৷
আমি একজন নুরুজ্জামান সবুজের কথা বলছি। এদেশে এমন মানুষের প্রয়োজন। যার হাত ধরে অনেকের সৃষ্টি। যার কলম সমাজের বাস্তব চিত্র তুলে ধরে,অসহায় মানুষের কথা তুলে ধরে তিনিই সত্যিকারের কবি৷
আমার গল্পে আমি একজন সাদা মনের মানুষ নুরুজ্জামান সবুজের কথা লিখছি। তিনি বড় মনের মানুষ।
কবি সাহিত্যিকরা বড় মনের হয়। সবাই বড় মনের নয়৷
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি। তিনি মুখে যাই বলেন তাই সাহিত্য।
তার মুখের সুন্দর বাণীর প্রেমে পড়ে যাবেন।
ময়দান দিঘী বাঁজারের চাঁদের হাসি আজ সারা বাংলায় ছড়িয়ে৷
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি,,,,,,,,,,,,,।
কবি সাহিত্যিক যেন তার পরম আত্নীয়। যদি কেউ কখনও তার বাড়িতে গিয়ে থাকেন তাদের আর বলতে হবেনা,আদর যত্ন, সেবার কোনো প্রকারের ত্রুটি শব্দটি থাকেনা৷
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি,,,,,,,,। আমি আমার জীবনে যদি কোনো গুণিকে দেখে থাকি তিনিই সেই জীবন্ত গুণি।
তিনিই সেই সাদা মনের মনুষ।
আমি একজন নুরুজ্জামান সবুজের গল্প বলছি,,,,,,,,,,,,,