Dhaka , Friday, 11 October 2024
www.dainikchalonbilerkotha.com

সিংড়ায় আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে লাগা আগুন নেভাতে গিয়ে একটি দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে জগো প্রামাণিক (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন।

বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত সাড়ে ১০টার দিকে কুমগ্রাম বাজারে হাবিবুর রহমানের তালাবদ্ধ দোকানে আগুন লাগে। এ সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন বাজারের আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সঙ্গে ওই আগুন নেভাতে গিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও তিনজন।

ওসি মিজানুর রহমান জানান, অগ্নিদগ্ধ তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Popular Post

সিংড়ায় আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ

আপডেটের সময় 11:13 am, Thursday, 9 March 2023

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম বাজারে লাগা আগুন নেভাতে গিয়ে একটি দোকানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে জগো প্রামাণিক (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন।

বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত সাড়ে ১০টার দিকে কুমগ্রাম বাজারে হাবিবুর রহমানের তালাবদ্ধ দোকানে আগুন লাগে। এ সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন বাজারের আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সঙ্গে ওই আগুন নেভাতে গিয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও তিনজন।

ওসি মিজানুর রহমান জানান, অগ্নিদগ্ধ তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।