প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ১১:১৬ পি.এম
সিংড়ায় পদক্ষেপ এনজিও’র অফিস উদ্বোধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বেসরকারী সংস্থা ‘পদক্ষেপ’ (মানবিক উন্নয়ন কেন্দ্র) এর ঋণ বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় পৌর শহরের চকসিংড়ায় সংস্থার নতুন অফিসের উদ্বাধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক সাজ্জাদ আহমেদ এবং সহকারী পরিচালক ও রাজশাহী জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার রাজু আহমেদ, মো. মতলেব আলী, সিংড়া ব্রাঞ্চ ম্যানেজার মো. রবিউল ইসলাম, নাটোর ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুস কুদ্দুস, সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক রকি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন পদক্ষেপ এনজিও শুধু মানুষকে ঋণই প্রদান করেন না তাদের মানবিক দিক বিবেচনা করে, ঋণ গ্রহণের পরে ঋণ গ্রহীতা এবং তার স্বামী নিহত বা কোন দূর্ঘটনায় আহত হলে তাদের সমুদয় ঋণের অর্থ মাফ করে এবং সারাদেশে সদস্যদের ছেলেমেয়েদের উপবৃত্তিসহ বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছেন পদক্ষেপ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহিদুল ইসলাম সাগর
Epaper