সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) বেলা ১২ টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের জদুর জোলা খেয়া ঘাট সংলগ্ন স্থানে নৌকা ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত দুইজনের নাম তন্ময় (২০) ও সজল (১৮) । তন্ময় পৌর এলাকার দ্বারিয়াপুর গ্রামের তৌহিদের ছেলে ও সজল একই গ্রামের শাহ আলমের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, বেলা ১২ টার দিকে তন্ময়, সজলসহ আরও ৭ বন্ধু যদুর জোলা থেকে ডিঙ্গি নৌকায় রেশমবাড়ির উদ্দেশ্যে যাত্রা করলে ১০ মিনিট পরে নৌকা ডুবে যায়। এ সময় ৭জন সাঁতার কেটে কিনারায় এলেও তন্ময় ও সজল সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের ২ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা শংকাজনক।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খোরশেদ আলম জানান, শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে ভাড়া করা একটি নৌকা নিয়ে ঘুরতে বের হয় ৯ জন যুবক। এসময় প্রবল বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে নৌকাটি বাতাসের তোরে ডুবে যায়। পরে নৌকায় থাকা ৭ যুবক সাঁতার কেটে তীরে উঠলেও ২ যুবক নিখোঁজ হন। কিছুক্ষণ পরে নিখোঁজ ওই ২ যুবকের মরদেহ ভেসে ওঠে।
তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো: কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক চলনবিলের কথা /এমআর