সেতু
কবি হাবিবুর রহমান
গ্রামবাসী মিলেই গড়েছে এক সেতু,
কলেজ ব্যাগ ঝুলিয়ে পার হয় মিতু।
কাধে করে পাতিলে ছাতু- হাসছে কেতু,
তার ভালোই লাগছে দোল খায় সেতু৷
মতিন সেতু দিয়ে ছাগল করে পার,
মফিজ পার হয় ঘুরায় নাকো ঘার৷
সেন্টু মিলু বদমাইস দুই পোলা,
তারা ফোনেতে গেইম খেলে ধরে গোলা৷
সেতুতে পান চিবোয় ঘটক আলীম,
সেন্টু মিলুর দিকে ছুড়ে বড় ডিম৷
কলার চোচায় বাঁশের সেতু মাখায়,
মিলুর শিষে মিতু সেদিকেই তাকায়৷
কলার চোচায় পড়ে দুটি ফোন জলে,
সেন্টু মিলু তারা কোনো কথা না বলে৷
মফিজ ফিরে আসে ঠিক দুপুর বেলা,
ঘটনা শুনে মিলুরে জলে মারে ঠেলা।
কেতু মিয়া উঠে সেন্টুরে মারে লাথি,
মিতু হাসে দুই বন্ধু জলের সাথী৷
ঘটনার পরে দুই বন্ধু আসেনি,
সেতু পাড়ায় আর দুষ্টুমি হাসেনি৷
মিতু রোজ কলেজে যায় ভয় খেলেনা,
সেতু পাড়ায় দুষ্টের দল আসেনা।
সব মেয়ে মুক্তি এই সেতু পাড়ায়,
আমার সমাজে সবাই আলো ছড়ায়৷
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।