ঢাকাTuesday , 7 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

সৎ সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র মহিউদ্দিন, প্রসাদ রায় ও আমিরুল

Ckotha247
February 7, 2023 11:39 pm
Link Copied!

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

 

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সদস্য কমরেড প্রসাদ রায় ও প্রেসক্লাবের সাবেক সদস্য অধ্যক্ষ আমিরুল ইসলাম ছিলেন সৎ সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তারা ছিলেন সৎ ও আদর্শ সাংবাদিকতার অন্যতম পথিকৃত।

পাবনা জেলার সাংবাদিকসহ সকল মানুষ তাদেরকে চিরদিন স্মরণ করবে। তাদের আর্দশকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে আসতে ভাবে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তিনজন সাংবাদিকই ছিলেন একজন নির্লোভ ব্যক্তি। তারা ইচ্ছে করলে অনেক সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তারা তা করেননি। তারা ছিলেন একজন আদর্শ মানুষ, আদর্শ সাংবাদিক।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সদস্য কমরেড প্রসাদ রায় ও প্রেসক্লাবের সাবেক সদস্য অধ্যক্ষ আমিরুল ইসলাম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন।

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সদস্য রিজভী রাইসুল ইসলাম জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও পাবনা জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক প্রশাসক রেজাউল রহিম লাল।

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক আহমেদ উল-হক রানা, পাবনা চেম্বারের পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলাম খান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, প্রেসক্লাব কার্যকরি পরিষদ সদস্য আবু হাসনা মুহম্মদ আইয়ুব, প্রেসক্লাব সদস্য মাহফুজ আলম, মনিরুজ্জামান শিপন, ইমরোজ খন্দকার বাপ্পী প্রমুখ।

সভার শুরুতে পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সদস্য কমরেড প্রসাদ রায় ও প্রেসক্লাবের সাবেক সদস্য অধ্যক্ষ আমিরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।