
হরতাল অবরোধকোনটাই কাম্য নয়কেননা তা দিয়েদেশ-দশের ক্ষতি হয়।হরতালে পিকেটিংহয় আরও কত কি!পুড়ে বাস, পড়ে লাশজনগণের-ই ক্ষতি।হরতাল অবরোধেঅস্থির হয় দেশ!আরও হয় নষ্টসুন্দর পরিবেশ।হরতাল অবরোধকোনটাই চাই না!এসব ছেড়ে কিভালো পথ পাই না?প্রতিবাদ করতে তাইখুঁজে নাও অন্য পথযে পথে পাওয়া যায়সমাধান ও জনমত।