Dhaka , Tuesday, 17 September 2024
www.dainikchalonbilerkotha.com

হরতাল-অবরোধ  সেলিম আহমদ কাওছার 

হরতাল অবরোধ
কোনটাই কাম্য নয়
কেননা তা দিয়ে
দেশ-দশের ক্ষতি হয়।
হরতালে পিকেটিং
হয় আরও কত কি!
পুড়ে বাস, পড়ে লাশ
জনগণের-ই ক্ষতি।
হরতাল অবরোধে
অস্থির হয় দেশ!
আরও হয় নষ্ট
সুন্দর পরিবেশ।
হরতাল অবরোধ
কোনটাই চাই না!
এসব ছেড়ে কি
ভালো পথ পাই না?
প্রতিবাদ করতে তাই
খুঁজে নাও অন্য পথ
যে পথে পাওয়া যায়
সমাধান ও জনমত।

হরতাল-অবরোধ  সেলিম আহমদ কাওছার 

আপডেটের সময় 05:06 pm, Wednesday, 15 November 2023
হরতাল অবরোধ
কোনটাই কাম্য নয়
কেননা তা দিয়ে
দেশ-দশের ক্ষতি হয়।
হরতালে পিকেটিং
হয় আরও কত কি!
পুড়ে বাস, পড়ে লাশ
জনগণের-ই ক্ষতি।
হরতাল অবরোধে
অস্থির হয় দেশ!
আরও হয় নষ্ট
সুন্দর পরিবেশ।
হরতাল অবরোধ
কোনটাই চাই না!
এসব ছেড়ে কি
ভালো পথ পাই না?
প্রতিবাদ করতে তাই
খুঁজে নাও অন্য পথ
যে পথে পাওয়া যায়
সমাধান ও জনমত।