হাসিনার বসতবাড়িতে ভাঙ্গচুর ও লুটতরাজ
বিশেষ প্রতিনিধি
পাবনা সদর উপজেলার নলমুরা, মালঞ্চি গ্রামের স্কুল শিক্ষক মৃত আ: করিম মাস্টারের স্ত্রী হাসিনা খাতুনের একমাত্র সম্বল বসতবাড়ি। সেই বাড়ি দখলের জন্য নলমুরা গ্রামের সোহেল প্রামাণিক এবং তার পিতা মজনু প্রামাণিক তাদের দলবলসহ সন্ত্রাসীদের নিয়ে গত ৩১ জুলাই ২০২২ ইং, রবিবার সকাল ১০ টার দিকে ব্যাপক ভাঙ্গচুর, লুটপাট চালিয়ে ৫ লক্ষ টাকার অধিক ক্ষতি এবং প্রায় ২ লক্ষ টাকার সোনার গহনাসহ অন্যান্য দ্রব্যাদি লুট করে। এমনকি এখন পর্যন্ত প্রতি মুহুর্ত ভয়ভীতি প্রদর্শন করছে। একজন অসহায় বিধবার বসতবাড়িতে এ ধরনের ন্যাক্কারজনক হামলায় এলাকাবাসী হতবাক। বাকরুদ্ধ হাসিনা খাতুন ভীতসন্ত্রস্ত অবস্থায় প্রতি মুহুর্ত পার করছেন। প্রসাশন এবং জনপ্রতিনিদের নিকট এধরনের পরিকল্পিত হামলার উপযুক্ত বিচার এবং জীবনের নিরাপত্তা চান অসহায় হাসিনা খাতুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।