১১ বছরে পদার্পন করলো সাপ্তাহিক ‘সবুজ আলো’
নিজস্ব প্রতিবেদক দৈনিক চলনবিলের কথা
চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র ‘সবুজ আলো’ ১০ বছরের প্রকাশনা শেষে ১১ বছরে পদার্পন করলো। বর্ষ পরিবর্তনের মহতিক্ষণকে স্মরণীয় করে রাখতে ‘সবুজ আলো’ পরিবার আজ ৩ অক্টোবর ২০২০ শনিবার বেলা ১১টায় শহরের শাহী মসজিদ মোড় এলাকায় অবস্থিত ওরাকল সেন্টারে কেক টাকা অনুষ্ঠানের আয়োজন করে।
আনন্দঘন ঘরোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সাপ্তাহিক ‘সবুজ আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক সিদ্দিক আলম সবুজ। উপস্থিত সকল সাংবাদিকের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন- প্রবীণ সাংবাদিক চাটমোহর থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ‘চাটমোহর বার্তা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস. এম. হাবিবুর রহমান।
সাংবাদিক ও সুধীজনের মধ্যে ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকা প্রকাশক/সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, পাবনা জেলা পরিষদ সদস্য মো: হেলাল উদ্দিন, পাবনা জেলা পরিষদ সদস্য ও সবুজ আলো পত্রিকার উপদেষ্টা মো: সাইদুল ইসলাম পলাশ, হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সবুজ আলো পত্রিকার উপদেষ্টা মো: আলী হায়দার সরদার, প্রভাষক মো: জমিন উদ্দিন, মো: সরোয়ার হোসেন, চাটমোহর রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো: নূরুল ইসলাম মাষ্টার, সাংবাদিক বিপ্লব আচার্য্য, তুষার ভট্টাচার্য্য প্রমূখ।