Dhaka , Tuesday, 16 April 2024
www.dainikchalonbilerkotha.com

কালীগঞ্জে অটোরিক্সা ও মাটির লরির সংঘর্ষে নিহত ০১, জননী অটোর ড্রাইভারসহ আহত সহ আহত ০৮ জন

মোঃমুক্তাদির হোসেন।

স্টাফ রিপোর্টার।

কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর পেট্রোল পাম্পের সামনে অদ্য ০৩ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৬.১৫ ঘটিকার সময় কালীগঞ্জ পৌরসভাধীন মুনসেফপুর পেট্রোল পাম্প এর সাসনে ঘোড়াশাল হতে মিরের বাজার যাওয়ার পথে অটো রিক্সা ১ জন শিশু সহ ৮ জন যাত্রী নিয়ে পেট্রোল পাম্পের সামনে পৌছাইলে অপর দিক থেকে আসা মাটির লরি ধাক্কা দেয় এবং পালিয়ে যায়।

এতে অটো রিক্সা( অনটেস্ট) দুমড়ে মুচড়ে যায়।
ড্রাইভার সহ ৯ জনের মধ্যে ১/ সুলতানা বেগম (৩০) স্বামী – কাজল মিয়া, সাং- চরমন্ডল,থানা- নাসিরনগর,বি বাড়ীয়া মারা যায়।

বাকীদের মদ্ধে ড্রাইভার ২/আরিফ(৩০), পিতা- শেখ মোঃ সিরাজ, বাঙ্গালহাওলা,কালীগঞ্জ,গাজীপুর,
যাত্রী ৩/ছনিয়া(২৫), পিতা- জালাল,
৪/পারুল(৪৫) স্বামী- জালাল,
৫/পারভীন(২৩) স্বামী – শাহিন ,
৬/আকলিমা(৪৫) স্বামী- অজ্ঞাত,
৭/সজিদা(৩৯) স্বামী – হেলাল মিয়া,
৮/খায়রুল (৩০), পিতা- শফি মিয়া,এবং
৯/ শিশু রোমান (২), পিতা- শাহিন,
সর্বসাং – চরমন্ডল,
থানা – নাসিরনগর, জেলা – বি বাড়ীয়া গন আহত হয়।

এদের মদ্ধে চালক আরিফ কে ঢাকা রেফার্ড করেছে। অন্যান্য সকলের কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে থানা পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করছেন।

মৃত সুলতানা বেগম (৩০) এর মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং কর্তব্যরত ডাক্তার নুসশারা বলেন হাসপাতালে আনার পূর্বেই সুলতানা বেগম মারা যায়। ঘাতক গাড়িটির অনুসন্ধান চলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান।

ট্যাগ:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালীগঞ্জে অটোরিক্সা ও মাটির লরির সংঘর্ষে নিহত ০১, জননী অটোর ড্রাইভারসহ আহত সহ আহত ০৮ জন

আপডেটের সময় 11:24 pm, Monday, 3 October 2022

মোঃমুক্তাদির হোসেন।

স্টাফ রিপোর্টার।

কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর পেট্রোল পাম্পের সামনে অদ্য ০৩ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৬.১৫ ঘটিকার সময় কালীগঞ্জ পৌরসভাধীন মুনসেফপুর পেট্রোল পাম্প এর সাসনে ঘোড়াশাল হতে মিরের বাজার যাওয়ার পথে অটো রিক্সা ১ জন শিশু সহ ৮ জন যাত্রী নিয়ে পেট্রোল পাম্পের সামনে পৌছাইলে অপর দিক থেকে আসা মাটির লরি ধাক্কা দেয় এবং পালিয়ে যায়।

এতে অটো রিক্সা( অনটেস্ট) দুমড়ে মুচড়ে যায়।
ড্রাইভার সহ ৯ জনের মধ্যে ১/ সুলতানা বেগম (৩০) স্বামী – কাজল মিয়া, সাং- চরমন্ডল,থানা- নাসিরনগর,বি বাড়ীয়া মারা যায়।

বাকীদের মদ্ধে ড্রাইভার ২/আরিফ(৩০), পিতা- শেখ মোঃ সিরাজ, বাঙ্গালহাওলা,কালীগঞ্জ,গাজীপুর,
যাত্রী ৩/ছনিয়া(২৫), পিতা- জালাল,
৪/পারুল(৪৫) স্বামী- জালাল,
৫/পারভীন(২৩) স্বামী – শাহিন ,
৬/আকলিমা(৪৫) স্বামী- অজ্ঞাত,
৭/সজিদা(৩৯) স্বামী – হেলাল মিয়া,
৮/খায়রুল (৩০), পিতা- শফি মিয়া,এবং
৯/ শিশু রোমান (২), পিতা- শাহিন,
সর্বসাং – চরমন্ডল,
থানা – নাসিরনগর, জেলা – বি বাড়ীয়া গন আহত হয়।

এদের মদ্ধে চালক আরিফ কে ঢাকা রেফার্ড করেছে। অন্যান্য সকলের কালীগঞ্জ উপজেলা সাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে থানা পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করছেন।

মৃত সুলতানা বেগম (৩০) এর মৃতদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই এবং কর্তব্যরত ডাক্তার নুসশারা বলেন হাসপাতালে আনার পূর্বেই সুলতানা বেগম মারা যায়। ঘাতক গাড়িটির অনুসন্ধান চলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান।