Dhaka , Thursday, 28 March 2024
www.dainikchalonbilerkotha.com

গবি’তে অনুষ্ঠিত হলো ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

গবি’তে অনুষ্ঠিত হলো ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
আজ অনুষ্ঠিত হলো ভেটেরিনারি ১৪তম ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস এবং নবীনবরন অনুষ্ঠান।
দীর্ঘ প্রতিক্ষা শেষে  অনুষ্ঠিত হলো দেশের  ভেটেরিনারি বিষয়ের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গন বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন ক্লাস।
ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদ এর ডিন,অধ্যাপক ডাঃ মো.জহিরুল ইসলাম খান বলেন,’তোমরা মানুষের মত মানুষ হবে,এবং অর্থ উপার্জনের পন্থা বের করবে’
বিভাগীয় প্রধান, প্রি-ক্লিনিক্যাল কোর্সেস প্রফেসর ডাঃ সজিবুল হাসান বলেন,বড়ভাই বোনদের সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় রাখবে সবাইকে সম্নান করবে তারাও তোমাদের স্নেহ করবে।
উক্ত অরিয়েন্টেশন ক্লাসের উপস্থাপনা এবং প্রেজেন্টশনের মাধ্যমে শিক্ষার্থীদের গন বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন এনিম্যাল এন্ড পোল্ট্রি নিউট্রিশন বিভাগের ডা.মো রফিকুজ্জামান।
অবশেষে গত ৩০শেই নভেম্বর ভেটেরিনারি বিষয়ের বিভাগীয় প্রধান ডাঃ মো আবদুর রহমান (এনিম্যাল পোডাক্টশন বিভাগ) কতৃক জানানো হয় এইচএসসি ২০২০-২১ সেশনে ভর্তিকৃত ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস ১২ই ডিসেম্বর সকাল ৯ঃ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
তারই পরিপেক্ষিতে আজ উক্ত বিভাগের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত  হয়।এবং নবীন শিক্ষার্থীদের বেলি ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
উক্ত অরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন,উক্ত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এবং এনিমেল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ডা: মোঃজহিরুল ইসলাম খান।ডাঃমোঃ রকনুজ্জামান (এনিম্যাল এন্ড পোল্ট্রি নিউট্রিশনিষ্ট)।সহ উক্ত অনুষদের ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল, প্রি ক্লিনিক্যাল এবং সার্জারি বিভাগের সকল অধ্যাপক/অধ্যাপিকা এবং সকল নবীন শিক্ষার্থী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গবি’তে অনুষ্ঠিত হলো ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

আপডেটের সময় 12:19 pm, Saturday, 17 December 2022
গবি’তে অনুষ্ঠিত হলো ভেটেরিনারি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
আজ অনুষ্ঠিত হলো ভেটেরিনারি ১৪তম ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস এবং নবীনবরন অনুষ্ঠান।
দীর্ঘ প্রতিক্ষা শেষে  অনুষ্ঠিত হলো দেশের  ভেটেরিনারি বিষয়ের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গন বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন ক্লাস।
ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদ এর ডিন,অধ্যাপক ডাঃ মো.জহিরুল ইসলাম খান বলেন,’তোমরা মানুষের মত মানুষ হবে,এবং অর্থ উপার্জনের পন্থা বের করবে’
বিভাগীয় প্রধান, প্রি-ক্লিনিক্যাল কোর্সেস প্রফেসর ডাঃ সজিবুল হাসান বলেন,বড়ভাই বোনদের সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় রাখবে সবাইকে সম্নান করবে তারাও তোমাদের স্নেহ করবে।
উক্ত অরিয়েন্টেশন ক্লাসের উপস্থাপনা এবং প্রেজেন্টশনের মাধ্যমে শিক্ষার্থীদের গন বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন এনিম্যাল এন্ড পোল্ট্রি নিউট্রিশন বিভাগের ডা.মো রফিকুজ্জামান।
অবশেষে গত ৩০শেই নভেম্বর ভেটেরিনারি বিষয়ের বিভাগীয় প্রধান ডাঃ মো আবদুর রহমান (এনিম্যাল পোডাক্টশন বিভাগ) কতৃক জানানো হয় এইচএসসি ২০২০-২১ সেশনে ভর্তিকৃত ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস ১২ই ডিসেম্বর সকাল ৯ঃ৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
তারই পরিপেক্ষিতে আজ উক্ত বিভাগের অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত  হয়।এবং নবীন শিক্ষার্থীদের বেলি ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
উক্ত অরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন,উক্ত বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এবং এনিমেল সাইন্স অনুষদের ডিন প্রফেসর ডা: মোঃজহিরুল ইসলাম খান।ডাঃমোঃ রকনুজ্জামান (এনিম্যাল এন্ড পোল্ট্রি নিউট্রিশনিষ্ট)।সহ উক্ত অনুষদের ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল, প্রি ক্লিনিক্যাল এবং সার্জারি বিভাগের সকল অধ্যাপক/অধ্যাপিকা এবং সকল নবীন শিক্ষার্থী।