Dhaka , Friday, 29 March 2024
www.dainikchalonbilerkotha.com

পর্ব:-৭ ট্রেন ভ্রমণ হালিমা খাতুন সুলতানা

পর্ব:-৭ ট্রেন ভ্রমণ
হালিমা খাতুন সুলতানা


দুলাভাই এর পাশে একটা ১০_১১ বছরের ছোট ছেলে দাঁড়িয়ে আছে । তার হাতে একটা ট্রে তে তিন কাপ চা । দুলাভাই ছেলে টা কে বলল স্টেশন মাস্টার এবং বাবাকে চা দিতে । আমি দুলাভাই এর হাত থেকে তোয়ালেটা নিয়ে ওয়াশ রুমের ভিতরে গেলাম । যতটা অপরিষ্কার ভেবেছিলাম ততটা অপরিষ্কার নয় ওয়াশ রুমটা । তোয়ালেটা দিয়ে চোখ মুখের পানিটা পরিষ্কার করলাম । মুখের মাঝে বৃষ্টির পানির চেয়ে চোখের পানি বেশি ,যা আমার দুই নয়ন ভিজিয়ে দিয়েছে আমার অজান্তে । আমার কণ্ঠ তো এত খারাপ না, এখন পর্যন্ত যারাই মোবাইলে আমার কণ্ঠ শুনেছে সবাই বলছেন আমার কণ্ঠ এবং হাসি দুটোই সুন্দর ,তাহলে স্যার কেন বলেছিলেন আমার কণ্ঠ ভালো নয় ? আমি গুছিয়ে কথা বলতে পারি না ?

এই শ্রেয়া হয়েছে তোমার ?

আর দুই মিনিট দুলাভাই । বলেই তাড়াতাড়ি মাথার কাপড়টা ঠিক করে নিলাম । আমি এতো ধার্মিক না কিন্তু নিজের সম্পর্কে অনেক সজাগ । একটা সামাজিকতার মাঝে থাকতে আমার ভালো লাগে । সব সময় নিজকে গুছিয়ে যতটুকু পারি পর্দার মাঝে চলার চেষ্টা করি । আবারও মাথার কাপড়টা ঠিক করে ওয়াশ রুম থেকে বাহির হয়ে আসলাম ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পর্ব:-৭ ট্রেন ভ্রমণ হালিমা খাতুন সুলতানা

আপডেটের সময় 09:59 pm, Thursday, 16 February 2023

পর্ব:-৭ ট্রেন ভ্রমণ
হালিমা খাতুন সুলতানা


দুলাভাই এর পাশে একটা ১০_১১ বছরের ছোট ছেলে দাঁড়িয়ে আছে । তার হাতে একটা ট্রে তে তিন কাপ চা । দুলাভাই ছেলে টা কে বলল স্টেশন মাস্টার এবং বাবাকে চা দিতে । আমি দুলাভাই এর হাত থেকে তোয়ালেটা নিয়ে ওয়াশ রুমের ভিতরে গেলাম । যতটা অপরিষ্কার ভেবেছিলাম ততটা অপরিষ্কার নয় ওয়াশ রুমটা । তোয়ালেটা দিয়ে চোখ মুখের পানিটা পরিষ্কার করলাম । মুখের মাঝে বৃষ্টির পানির চেয়ে চোখের পানি বেশি ,যা আমার দুই নয়ন ভিজিয়ে দিয়েছে আমার অজান্তে । আমার কণ্ঠ তো এত খারাপ না, এখন পর্যন্ত যারাই মোবাইলে আমার কণ্ঠ শুনেছে সবাই বলছেন আমার কণ্ঠ এবং হাসি দুটোই সুন্দর ,তাহলে স্যার কেন বলেছিলেন আমার কণ্ঠ ভালো নয় ? আমি গুছিয়ে কথা বলতে পারি না ?

এই শ্রেয়া হয়েছে তোমার ?

আর দুই মিনিট দুলাভাই । বলেই তাড়াতাড়ি মাথার কাপড়টা ঠিক করে নিলাম । আমি এতো ধার্মিক না কিন্তু নিজের সম্পর্কে অনেক সজাগ । একটা সামাজিকতার মাঝে থাকতে আমার ভালো লাগে । সব সময় নিজকে গুছিয়ে যতটুকু পারি পর্দার মাঝে চলার চেষ্টা করি । আবারও মাথার কাপড়টা ঠিক করে ওয়াশ রুম থেকে বাহির হয়ে আসলাম ।