সিংড়ায় জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউটের ভিত্তি প্রস্থর স্থাপন
মোঃ এমরান আলী রানা নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউট এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শনিবার সকাল ১০ টায় সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এটি উদ্বোধন করা হয়। মোট ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট নিচতলার কাজ শুরু হবে। কাজটি বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, নাটোর। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু
এড.শেখ ওহিদুর রহমান; সভাপতি, সিংড়া উপজেলা আওয়ামী লীগ।
মেয়র জান্নাতুল ফেরদৌস, প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব আবুল কালাম আজাদ ,সেচ্ছাসেবক লীগ সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব এড,সাইদুর রহমান সৈকত উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নাটোর জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন আল আজাদ ছানা জেলা পরিষদ সদস্য রাহান কবির টিটু মাওলানা আলী আকবর সাহেব প্রমুখ।