অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে দীর্ঘ ১০ বছর পর যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার পর থেকেই বিষয়টি নিয়ে সরগরম হয়ে ওঠে বলিউড। এবার মিটু নিয়ে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান।
মার্কিন অ্যাক্টিভিস্ট তারানা বুরকে এই মুভমেন্ট শুরু করেছিলেন। দেরিতে হলেও বলিউডে বেশ জোরালো প্রভাব ফেলে হ্যাশট্যাগ মিটু।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শাহরুখ খান এই মিটু মুভমেন্টকে পুরোদস্তুর সমর্থন করছেন। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই আন্দোলন শুরু হলেও ভারতসহ সারা বিশ্বের নারীদের যৌন হেনস্তার অভিজ্ঞতা ঘিরে নিজেদের বক্তব্য স্পষ্ট করে বলার জায়গা দিয়েছে।
তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে অনেক নারী যেভাবে হেনস্তার শিকার হন, তাই হ্যাশট্যাগ মিটু একটি ভালো প্ল্যাটফরম বলে মনে করেন শাহরুখ খান। বহু বছর আগেও যদি কোনো নারী যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন, সেটিও বলার জায়গা দিয়েছে হ্যাশট্যাগ মিটু।
হ্যাশট্যাগ মিটুর জন্য এটি অন্তত মানুষ বুঝবে যে কোনোকিছুই আর অজানা থাকবে না। শাহরুখের কথায়, চলচ্চিত্র ও মিডিয়া জগতে আমরা বিষয়গুলো সম্পর্কে এখন অবগত থাকতে পারি। প্রসঙ্গত কিং খান সবসময়েই তার মতামত স্পষ্ট করে বলেছেন। হ্যাশট্যাগ মিটুর মাধ্যমেও কর্মক্ষেত্রে নারীদের ওপর হেনস্তা অনেকটাই কমবে বলেই মনে করেন তিনি।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।