আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সারা দেশে চলমান শুদ্ধি অভিযান সফল করব। এখন দরকার ক্লিন ইমেজের পার্টি। আমরা আওয়ামী লীগে দূষিত রক্ত রাখব না। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করব।
নেতাদের কর্মীবান্ধব হতে হবে। ঘরের ভেতর ঘর করা যাবে না। পকেট কমিটি করা যাবে না। আওয়ামী লীগে খারাপ লোকের দরকার নাই। দলে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, জমি দখলকারী, সংখ্যালঘু নির্যাতনকারী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারির দরকার নেই।’ গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।