স্টাফ রিপোর্টার :
আজ রাজধানীর শনিআখরা এলাকায় ১৬’ই ডিসেম্বর উপলক্ষে এক বিশাল বিজয় মিছিল বের করেন নবীন প্রবীনদের জনপ্রিয় মানুষ সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, বারবার সফল সাধারণ সম্পাদক দরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা পাভেল খান। পরে মিছিলটি বিভিন্ন পথ ঘুরে বিজয়োৎসব যানান দিয়ে আরেকবার সরন করিয়ে দেয় যে হে সূর্য সন্তানেরা আমরা তোমাদের ভুলিনাই।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।