মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে
যশোর জেলা গোয়েন্দা (ডিবি), পুলিশ ১ টি ট্রাক সহ ২৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
পুলিশ জানান, ১৫ সেপ্টেম্বর রাত্র ১২.৪০ মিনিটে সোমেন দাশ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, যশোর এর নেতৃত্বে এসআই মোঃ আঃ মালেক সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন গাজীর দরগা ফিলিং ষ্টেশনের সামনে চেক পোষ্ট করা হয়।
তথ্য অনুযায়ী ট্রাক নং-মৌলভী বাজার-ট-১১-০০১৭ টিমের কাছাকাছি পৌঁছালে ট্রাক টি থামানোর জন্য সিগনাল দেওয়া হয়। কিন্তু ‘ট্রাক ড্রাইভার গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে যশোর শহরের দিকে চলে যায়।
এসময় অভিযানরত টিম টি তাদের সাথে থাকা মাইক্রোবাস সহ উক্ত ট্রাকের পিছে ধাওয়া করে অত্র মামলার ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন যশোর টু ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ী মোড়স্থ নতুন খয়েরতলায় মোঃ মনির হোসেন এর টায়ার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর মাইক্রোবাস দিয়ে রাস্তায় বেরিকেড দিয়ে ট্রাকটি দাড় করায় এবং ট্রাক ড্রাইভার ১। মোঃ আজিজুর রহমান @ আজু (৪০), পিতা-মৃত. নুর ইসলাম, সাং-সাদিপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে গ্রেফতার করে এবং তার সাথে থাকা অপর আসামী, ২। সালাম(৩৫), পিতা-আব্দুল আলীম মোল্যা, সাং-সাদীপুর বেল তলার মোড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ আজিজুর রহমান স্বীকার করে তার বহনকৃত ট্রাকে অতিরিক্ত যে টায়ার রাখা আছে উক্ত টায়ারের মধ্যে মাদকদ্রব্য ফেনসিডিল রাখা আছে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী নিজ হাতে তার বহনকৃত ট্রাকের বডির নিচে ঝোলানো অবস্থায় থাকা টায়ার টি নামিয়ে সর্ব মোট ২৯৩ (দুইশত তিরানব্বই) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল বাহির করে দিলে উদ্ধার পূর্বক ট্রাকসহ ফেনসিডিল জব্দ করা হয়।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।