নুরুজ্জামান সরকার,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বিদ্যুৎ সংস্পর্শে স্কুল পড়ুয়া ছাত্রী আঁখি মনি’র (০৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আখিঁ মনি সোনাখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীতে পড়ে। সে ৮নং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিন সোনাখুলি গ্রামের আমিনুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সে গত রবিবার (১৩-সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ীর পাশের পুকুরের ধারে মরা মাছ কুড়াতে গেছে। কিন্তু ভুলবসত কারনে পল্লী বিদ্যুতের লাইনের সট-সাকিটের কারনে পুকুরের পানি বিদ্যুতায়ন হয়।আখিঁ মনি মাছ কুরোতে যাওয়ায় ঐ পানিতে আটকে পরে যায়। তার মা মোছাঃ শাহানুর বেগম মেয়েকে বাচাঁতে এগিয়ে গেলে তিনিও পানিতে পরে যায়।
এ ঘটনা টি ঘটলে এলাকাবাসী তাৎক্ষনিক স্থানীয় বিদ্যুৎ বিভাগকে ফোন দিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেন। এর পর এলাকাবাসীর সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় আঁখি মনি ও তার মা শাহানুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন এবং তার চিকিৎসা ধীন অবস্থায় আছে।
এ দিকে ডিমলা থানা তদন্ত ওসি (ইনচার্জ) সোহেল রানা, সাব-ইন্সপেক্টর আক্তারুজ্জামান, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশু আঁখি মনির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেন
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।