মোঃ কামাল হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার বারান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন কোহিনুর বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে উক্ত নারীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোহিনুর বেগমের স্বামী আকরাম সরদার জানান, ঘটনার সময় আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম না। এ সময় আমার বড় ভাইয়ের সঙ্গে কোহিনুরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আজিজ সরদার, ভাইপো মেহেদি সরদার ও ভাবি ফিরোজা বেগম মিলে ধারালো দা ও শাবল দিয়ে মানসিক ভারসাম্যহীন কোহিনুর বেগমকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভয়নগর থানার এএসআই ছদরুল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।