শিহাবুর রহমান শাকিব, জেলা প্রতিনিধি, ভোলা।
ভোলার লালমোহন উপজেলায় মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছেন।
মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ফারুক জানান, বাতিরখাল থেকে ছেড়ে যাওয়া ট্রলারটি বুধবার ভোরে দক্ষিণে সমুদ্রে গিয়ে ডুবে গেলে তারা নিখোঁজ হন।
তারা হলেন- লালমোহন উপজেলার বাতিরখাল এলাকার মো. শাজাহানের ছেলে বেল্লাল ও বাউরিয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে সুমন।
নিখোঁজ সুমনের মামা জসিম মিয়া জানান, মঙ্গলবার রাতে মেঘনা নদী সংলগ্ন বাতিরখাল ঘাট থেকে স্থানীয় শামসুদ্দিন মাঝির ট্রলার নিয়ে তারা মাছ ধরতে যান। মাছ ধরে ফেরার পথে বালিয়া এলাকায় প্রবল ঢেউয়ে ট্রলারটি কাত হয়ে উল্টে যায়। ট্রলারে ১১ জন জেলে ও মাঝি-মল্লার ছিলেন। নয়জনকে অন্য ট্রলার উদ্ধার করতে পারলেও দুইজন নিখোঁজ হন।
ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা যায়নি বলে তিনি জানান।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।