প্রকৃতি পাঠ
মাসুদ চয়ন
সাদাও নয় কালোও নয়-ধূসর প্রেক্ষাপটে;
নিঝুম জলে সবুজ গন্ধে প্রতীক স্বস্তি এঁকে;
ভাবছি আমি তাই-
আঁধো আলোয় আঁধার ঘন
এমন নিবাস চাই_
এমন মেঘে উদাস হাওর
নোঙর তুলবে মাঝি-
জলজন্মে-মেঘজন্মে মুগ্ধ পটভূমি;
কাশ বাগানে ঘুমিয়ে পড়বো
শঙ্খ চিলের মতো;
দেখলোনা কেউ জানলোনা কেউ
অচল তারার ক্ষত-
নিখোঁজ হবো বিলীন হবো মুক্ত করো জন্ম
অনেক হলো স্বার্থ খেলা,
এবার চাওয়া অন্য-
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।