শিহাবুর রহমান শাকিব, ভোলা প্রতিনিধিঃ
ভোলার দৌলতখান উপজেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আহমেদ শফী নামের এক সাংবাদিকের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
এতে সে মারাত্মকভাবে আহত হয়। আহত সাংবাদিক আহমেদ শফী দৌলতখান প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোলার স্থানীয় দৈনিক বাংলার কণ্ঠের উপজেলা প্রতিনিধি। সে বর্তমানে দৌলতখান উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সসে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত সাংবাদিক আহমেদ শফী জানান, শুক্রবার বিকালের দিকে একটি সংবাদের কাজে তথ্য সংগ্রহ করতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য জয়নগর এলাকায় যান
সেখান থেকে তথ্য সংগ্রহ করে ফেরার পথে তার মোটরসাইকেলের চেইন পরে যায়। পরে তিনি এক যায়গায় দাঁড়িয়ে মোটরসাইকেলের চেইন সারাচ্ছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার উপর আর্তকিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিয়ে আসে।
তিনি আরও জানান, এ বিষয়ে তিনি দৌলতখান থানায় ৬ জনের নামে উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামী করে একটি মামলার এজাহার জমা দিয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজুলার রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।