মোঃ এমরান আলী রানা নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের পোস্টারের উপর পোস্টার সাটানো ও ছেঁড়ার অভিযোগ উঠেছে অপর মেয়র প্রার্থী পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক আদনান মাহমুদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় যুবলীগ নেতা কামরুল হাসান কামরান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব উল্লেখ করে স্ট্যাটাস দেন। কামরানের অভিযোগ, তাঁর শত শত পোস্টারের উপর পোস্টার লাগিয়েছে ও ছিঁড়েছে আ’লীগ নেতা আদনান মাহমুদ। কামরান বলেন, এটা কোন রাজনৈতিক শিষ্টাচার নয়, এভাবে কারো জনপ্রিয়তা নষ্ট করা যায়না। তিনি আরও বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিহিংসা বা নোংরামী কারোই কাম্য নয়।
আ’লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র আদনান মাহমুদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ভূলক্রমে পোস্টারের উপর পোস্টার লাগতে পারে, তা অনিচ্ছাকৃত, তবে উনিও আমার বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলেছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।