প্রকৃতি তুমি কত সুন্দর!
তোমার রূপে মুগ্ধ এ অন্তর।
দেখে তোমার ফুলের সৌন্দর্য,
মনে জাগে হর্ষ।
কোথাও তোমার ফলের বাহার,
খেয়ে মন প্রশান্তি সবার।
দূরের ঐ ঝর্ণা ধারা,
দেখে মন হয় পাগল পারা।
নীল অাকাশের নীলিমায়, রংধনুর কারুকার্যতায়,
মনে অানে নতুন অনূভুতি,
যেন সৌন্দর্যময় সুমতি!
রাতের অাকাশে তারাদের মেলায়,
উজ্জ্বল অার ঝলমলতায়।
কি দারুণ শোাভায়!
চাঁদ তার অালো দেয়।
সূর্যের ঐ কিরণে,
সজীবতা অানে সবখানে।
দেখে পাহাড়ের ঐ উচ্চতা,
মনে অানে দৃঢ়তা।
দেখে সাগরের ঐ গভীরতা,
জাগে মনে সাহসিকতা।
অাকাশের ঐ বিশালতা,
শিক্ষায় যেন উদারতা।
তোমার অালো অার বাতাসে,
স্নিগ্ধতা অানে মনেপ্রাণে।
গ্রীস্মের তাপদাহে,
অাম অার কাঁঠালের ঘ্রাণে।
কি দারুণ অাবেশে!
মধুময় অার সুখকর অামেজে।
বর্ষার অবিরাম বৃষ্টির ধারায়,
মন যে উদাস হয়।
শরতের কাশ ফুলের মুগ্ধ রূপে
শিহরণ জাগে মনের প্রান্তরে।
শীতের প্রকৃতির স্নিগ্ধতায়,
হিমেল পরশ অার সজীবতায়।
বসন্তে অপরূপ সাজ তোমার,
দেখে বিমোহিত মন অামার।
অানন্দে কাটে সারাবেলা,
ভাসিয়ে সুখের ভেলা।
কে দিল তোমার এ সৌন্দর্যময়তা?
না জানি তার কি মহানুভবতা!
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।