মোঃ কামাল হোসেন,যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শায় একটি মোটর সাইকেলসহ ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আরোহীরা পুলিশের ধাওয়ায় মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
গত রোববার ভোরে উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে মাদকের এ চালানটি উদ্ধার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার টেংরা-বালুন্ডা সড়কের চৌরাস্তার কাছে একটি মোটর সাইকেল বেরিকেড দিলে চালকসহ দু’জন গাড়ী ফেলে পালিয়ে যায়। পরে পাঁকা রাস্তার ওপর থেকে ১৬০ বোতল ফেন্সিডিল এবং চোরাকারবারীদের ফেলে যাওয়া নীল রংয়ের একটি এ্যপাাচি মোটর সাইকেল (সাতক্ষীরা-ল-১১-৮৬৪৩) ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মোটর সাইকেলের সূত্র ধরে চোরাকারবারীদের আটকের চেষ্টা চলছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।