মোল্লা মোঃ এমরান আলী রানা ,নিজস্ব প্রতিবেদক :
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে নাটোরের সিংড়ায় যাত্রা শুরু করল আশিক ফেব্রিক্স শপিং হাউজ । সোমবার সকালে তুলাপট্টি রোড সংলগ্ন পোদ্দার মার্কেটে আশিক ফেব্রিক্স নামে শপিং হাউজ এর দোয়া মুনাজাত করে উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ এমরান আলী রানা, দোয়া পরিচালনা করেন সিংড়া হামিদীয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইদ্রিস আলী, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওলামালীগের সভাপতি মাও.আব্দুর শাকুর,হাফেজ আব্দুল মান্নান,হাফেজ আলহাজ্ব শাহীন আলম,মুফতি জাকারিয়া মাসউদ,সিংড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা সহ স্থানীয় অন্যান্য সকল ব্যবসায়ী বৃন্দ।
প্রোপাইটর হামিদুল্লাহ্ বলেন, দেশীয় বাহারী ছিট কাপড়ে সাজানো হয়েছে এ দোকান। এখানে সব বয়োষীদের জন্য উন্নত মানের সিট কাপড় পাওয়া যাবে। বিশেষ করে অল্প ও প্রাপ্ত বয়স্কদের শার্ট ও পাঞ্জাবীর ছিট,মেয়েদের বোরকার ছিট সহ ইহরাম ও কাফনের কাপড় সুলভ মূল্যে বিক্রি করা হবে। আশিক ফেব্রিক্স শপিং হাউস সরকারী নির্দেশনা মেনে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এটি খোলা থাকবে।
তিনি আরো বলেন,আমার এই ব্যাবসা প্রতিষ্ঠান থেকে গরীব অসহায় মৃত ব্যাক্তিদের বিনামূলে কাফনের কাপড় দেয়া হবে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।