রাজনৈতিক সমাজ ব্যবস্থা
কবি হাবিবুর রহমান
সকাল বেলা যদি আকাশে মেঘ থাকে সারা দিন মেঘ ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যায়। দিনটি ভালো যায়না। আমরা যদি রাজনৈতিক সমাজ ব্যবস্থা ঢেলে সাজাতে না পারি-কখনই রাজনৈতিক সমাজ ব্যবস্থা ভালো হবেনা। আপনার চারপাশে দৃষ্টিদিন-তাস খেলার জম্ম হয়েছে দলীয় পদধারী লোকদের হাত ধরে। তারা নিজেদের সমাজের মাথা ভাবে কেননা তাদের খাতা কলমে দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে দেখবেন তারাই পাটিতে বসে তাস খেলছে। বিড়িতে সুখটান দিচ্ছে। সমাজের মাথা গুলোর অনেকেই নেশার সাথে জড়িত। সাধারণ মানুষ ভয়ে কিছু বলেনা কেননা তারা “নেতার”সাইনবোর্ড পেয়েছে। আবার যারা ইউনিয়ন পর্যায়ে পদ পদবী হারিয়ে সাবেক হয়েছে তারা দেখবেন তাসের ঘরে -তাদের অনেকের হাতে অপকর্মের সৃষ্টি। রাজনৈতিক সমাজ ব্যবস্থার উন্নয়ন করতে হলে শিক্ষিক ভদ্র নম্র শ্রেণির একদল যুবকদের এগিয়ে আসা প্রয়োজন। প্রয়োজন রাষ্ট্রীয় ভাবে আইন পাশ করা। সর্বনিম্ম এস এস সি পাশ ছাড়া কেউ কোনো রাজনৈতিক দলের পদবী পাবেনা। তবেই সম্ভব রাজনৈতিক সমাজ ব্যবস্থার উন্নয়ন। একটি ভালো সমাজের স্বপ্ন দেখি আসুন। একটি ভালো সমাজ প্রতিষ্ঠা করার শপথ নিই।
আমাদের ভবিষ্যত প্রজম্মের কাছে আসুন সুস্থ্য একটি সমাজ ব্যবস্থা রেখে যাই। হটাও নাম সই,বাঁচাও সমাজ। তবেই বাংলাদেশের স্বপ্ন পূরণ হবেই আমি বিশ্বাস করি।