মোঃ কামাল হোসেন, অভয়নগর যশোর থেকে
অভয়নগর উপজেলার ভৈরব সেতু এলাকায় ঘাটের আধিপত্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে একপক্ষের তিন জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন স্থানীয় আমডাংগা গ্রামের হাসেম শেখের ছেলে জহির শেখ (৩০) মশরহাটি গ্রামের আব্দুল বারিকের ছেলে বদিউজ্জামান (৩০) ও তার আপন ভাই আসাদুজ্জামান (১৮) আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার তদন্তকারী পুলিশের এস আই মনিরুজ্জামান জানান জয়েন্ট ট্রেডিংয়ের ঘাটের আধিপত্যকে কেন্দ্র স্থানীয় জিহাদ হোসেন পক্ষ ও বদিউজ্জামান পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে বদিউজ্জামান পক্ষেরওই তিনজন গুরুতর যখম হয়ছেন।
সংঘর্ষ স্থল থেকে বোমার আলামত টিনের কৌটা ও জালের কাঠি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ভাংগাগেট বাজার কমিটির সাধারন সভাপতি গোলাম রানা জানান ঘাট নিয়ে উভয় পক্ষের মধ্যে হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের মাধ্যমে সমঝোতা হয়।
এতে উভয় পক্ষকে ঘাট থেকে আয়ের অর্থ ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত হয়।
কিন্তু বদিউজ্জামান তা অমান্য করে বৃহস্পতিবার দুপুরে জিহাদুলের উপর বোমা হামলা চালায়।
বোমাটি লক্ষ স্রষ্ট হওয়ায় সে প্রানে বেচে যায়।
পরে স্থানীয় লোকজন বদিউজ্জামানের লোকজনকে তাড়া করে মারধর করে।
পুলিশ জানান বদিউজ্জামানের নামে থানায় ধর্ষনের মামলা সহ কয়েকটি মামলা রয়েছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।