- বাংলাদেশ সময় :
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
/
-
৪২৮
দেখছেন
/
-
এক আজব দেশের কথা
– রুদ্র অয়ন
একটি দেশের
অধিক নেতা-ই
সাপের মত বদলায় খোলস?
কথাতেই শুধু
দুনিয়াটা জেতে
কাজের বেলায় যে ফুটো কলস।
দুর্নীতি আর
ঘুষ নীতিতে যে
সবখানে মিলেমিশে একাকার,
সেই রাষ্ট্রের
দেশ জনতার
চোর নেতাদের নেই দরকার।