বাংলাদেশের যোগ্য উত্তরসুরী তুমি
মমতাময়ী মায়ের সন্তান,
আজ মমতাময়ী দেশনেত্রী।
বাংলাদেশের স্থপতি, বাংলার সাহসী বীর
বঙ্গবন্ধু শেখ মুজিবের স্নেহের তনয়া।
তুমি বঙ্গকন্যা—-
স্বাধীন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রের প্রতীক।
তুমি আছো সব সময় দুঃখিনী মায়ের পাশে,
বৃদ্ধ বাবার পাশে, অধিকার বঞ্চিত, অত্যাচারিত
শোষিত, ধর্ষিত অসহায় বোনের পাশে।
তুমি সদা জাগ্রত —
বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তব রূপ দিতে –
সোনার বাংলাকে উন্নতির শিখরে উন্নীত করতে
তুমি কাজ করে চলেছ নিরলস-নিরবধি।
তুমি শত্রুর কাছে পরাজয় স্বীকার করনি,
মৃত্যুর কাছে হার মাননি;
তাই তো বারবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছো
শত্রুর মুখে ঝামা ঘসে দিয়ে।
ওদের মুখে চুনকালি ছুঁড়ে দিয়ে
বারবার জয়ী হয়েছো
ওদের রাখা ফাঁদ ভেদ করে
বেরিয়ে এসেছো রাজপথে।
যারা ধ্বংস করছে বাংলার স্বাধীনতা
সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা,
যারা প্রতিনিয়ত সৃষ্টি করছে অরাজকা
হত্যা করছে,ধর্ষণ করছে;
লুটপাট করছে এই বাংলার সম্পদ,
এই বাংলার সার্বভৌমত্ব!
কলঙ্কিত করছে রক্তে কেনা
আমাদের স্বাধীন পতাকা!
হে বীর বঙ্গকন্যা তুমি রুখে দাঁড়াও ওদের বিরুদ্ধে ;
বিতাড়িত করো এই বাংলার মাটি থেকে কিছু মানুষরূপী পশুদের..।
তুমি আরো সোচ্চার হও!
তুমি আরো সোচ্চার হও!
তোমার চলার পথে আমরা আছি সাথে।
তোমার দীর্ঘায়ু, সুস্থতা কামনা করে
আজ বাংলার ঘরে ঘরে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।