ইচ্ছে করে এই জীবনের সব ভার খুলে ফেলি,তোমার সঙ্গে তোমার পথটি ধরি।ভোরের আলোয় পাখির গানে—শিশির সিক্ত ঘাসের পরে– তোমার হাতটি ধরি।
সাঙ্গ হলে দিনের খেলা—তোমার সনে বিকেল হলে খেয়ার তটে বসি–!
সন্ধ্যা যখন আসবে নেমে– পাখিরা সব ফিরবে কুলায়,
আমি তখন মনকেমনের বিষাদে তে তোমায় নিয়ে ভিড়বো–সেই আখড়ায় !সারা প্রহর গানে গানে উঠব মেতে তোমার সাথে—বাউল তোমার বাউল সাগর অবগাহনের সুখে–উঠব ভরে–মেতে–!
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।