ওই দুর নীল আকাশটারে
কে দিল কাজল বসনে ঢেকে,
আকাশপরী হয়েছে কাজলরেখা
অভিমানের কৃষ্ণ কাজল মেখে।
একটু পরেই আবির রঙে সেজে
গোধুলী বধু নিবে বিদায়,
সবটুকু আলোকিত সৌন্দর্য নিয়ে
রাতের কোলে শোবে দিন,রাতের মায়ায়।
নীড়ে ফিরছে পাখি আপন আলয় টানে
গুন গুন গুন মধুর সুর তুলে,
বেলি, হাসনাহেনা হবে বলে রাতের সঙ্গিনী,
প্রস্ফুটিত করিছে নিজেরে শত পাপড়ি দলে।
আলোকিত বেদনা আর কষ্ট গুলো
লুকাবে গিয়ে আধারের মাঝে,
হারাবে দিন তার শৌর্য বীর্য
রাতের নিষিদ্ধ সুর কোথা বাজে।
তোবু হৃদয়ে রাখি ধরে
মায়াময়, অপরুপ এই ক্ষণ,
আবার নামুক ধীরে,আমার উঠোন জুড়ে,
মোহময়ী সান্ধ্য এই আয়োজন।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।