- বাংলাদেশ সময় :
শনিবার, ৩ অক্টোবর, ২০২০
/
-
১৮
দেখছেন
/
-
“লুচি পুরি”
জিল্লুর রহমান পাটোয়ারী।
খুশি হবে লুচি খাও,
পুরি আর মুড়ি –
কলা দই আরও খই,
নাই এর জুড়ি।
সন্দেশ মন্দেশ মিঠা গুড়,
চিটাগুড় ভালো –
পেট ভরে খেতে চাও,
যেতে চাও চলো।
লুচি পুরি জিলাপির,
প্যাঁচে ভরা রস –
মন মাতে সাথে খই,
পিঁড়ে নিয়ে বস।
আরও খুশি বারোমাসি,
থাকে যদি ফল –
চল খোকা চল খুকী,
গায়ে হবে বল।