সমাজ যাদের হাতে পরিচালিত তাদের বেশির ভাগই টিপসই ও নামসই জানা লোক। সমাজকে এমন ভাবে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে মুক্তি মেলা দায়। তারাই তাদের মত লোক নিয়ে শূন্য পদ পূর্ণ করেছে। এক শ্রেণির লোক আমায় ভালো চোখে দেখেনা। আমি তাদের শ্রেণির জয়গান করতে ইচ্ছুক নই।
আমি টিপসই ও নামসই শ্রেণির কাছ থেকে সমাজটা সুন্দরের হাতে দেখতে চাই। আমি সুন্দরের পক্ষে। অনেকেই আছেন টিপ ও নামসই জানা তারা নাকি জনগণের প্রতিনিধি। তাদের শ্রেণিটা লাঠিয়াল মূর্খ গালিগালাজ পারা লোক দ্বারা পূর্ণ। এ লোকগুলোর গালিগালাজ-ই প্রাণ। দু আঙ্গুলের ফাকে জয়নাল বিড়ি তো আছেই। পান চিবায় আর ষ্টলে গলা ফাটায়,নেতার নামও ঠিকমত উচ্চারণ করতে পারেনা। তারা সংবাদ পত্রের উল্টোসিদ্ধে বুঝেনা।
এ শ্রেণির হাত থেকে সমাজ একাকি মুক্ত হতে পারবেনা। সমাজের সে ক্ষমতা নেই। সমাজ সেঁজেছে,ছোট থেকে বড় হয়েছে এখন পূর্ণ যৌবনে টিপ ও নামসই জানা শ্রেণির হাতেই। সুন্দরের যারা আশা করে হয়তো তাদের সংগ্রামের মধ্য দিয়ে এ শ্রেণির বিদায় সম্ভব হবে,আধার কেঁটে গেলে মানুষ সূর্যের আলো দেখেই দেখে। মেঘ সূর্যকে ঢেকে রাখতে পারেনা। আমি শ্রেণিকে মেঘ মনে করি। এ শ্রেণির হাত থেকে সমাজ কখন আলো পেতে পারেনা-অসম্ভব। আসুন সুন্দরের হাতে সমাজ ব্যবস্থা ছেড়ে দিই,অসুন্দরকে তারাই। পরাজিত হোক সকল অসুন্দর,জয় হোক সুন্দরের।
সিংড়া,নাটোর,বাংলাদেশ।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।