পাবনার ভাঙ্গুড়ায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রাজিবুল করিম রোমিও, স্টাফ রিপোর্টারঃ
পাবনার ভাঙ্গুড়ায় বুধবার (৭ অক্টোবর) রাতে ১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন আলী (২৮) কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
রিপন ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের আব্দুল ফকিরের ছেলে ও ডেকোরেটর ব্যবসায়ী। ভাঙ্গুড়া থানার এসআই শরিফুল ইসলাম এবং এ,এস,আই কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে নূরনগর বাজারে তার ডেকোরেটরের দোকানের সামনে থেকে ১০ পিচ ইয়াবা সহ রাত ৮ টার দিকে তাকে আটক করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে, বৃহস্পতিবার সকালে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।