মাহাবুব আলম রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পৌরশহর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক স্কুল ব্যাগের ভিতর হতে ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত ১০ টার দিকে এ মাদক দ্রব্যগুলো উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
থানা সুত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে পুলিশের মাদক অভিযানকারী একটি দল পৌরসভার কলেজপাড়া বন্দর নাবিল কোচ কাউন্টারের সামনে ফাঁকা জায়গায় অভিযান চালায়। এসময় কাউকে না পেলেও একটি স্কুল ব্যাগের ভিতর ২৪ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে পুলিশ দেখে মাদক কারবারিরা পালাতে পারলেও মাদকগুলো নিতে পারেনি, তাই তা ফেলে পালিয়ে যায়।বলে নিচ্ছিত করেছেন পুলিশ কর্মকর্তারা ।
জিডিমূলে উদ্ধারকৃত ফেন্সিডিল জেলা কোর্টে প্রেরণ করা হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা এস আই খাজিমউদ্দিন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।