সাইফুদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
আজ ১৬ পেরিয়ে ১৭ বছর বয়সে পা রাখলো গলাচিপা মাবন কল্যান সংস্থার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং নক্ষত্র ব্যান্ডের ফাউনডার ও লিড ভোকাল আবির খান। সুন্দর হোক তোমার আগামী চলার পথ।
গান করাই তার প্রিয় শখ, সকলে তার জন্য দোয়া করবেন যেনো তার মিষ্টি কণ্ঠের গান সাড়া দেশে ছড়িয়ে পড়ে এবং সে যেনো দেশের একজন খ্যাতিমান কন্ঠ শিল্পী হতে পারে। আজ জন্মদিনে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।