নিজস্ব প্রতিবেদক দৈনিক চলনবিলের কথা
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যদন্ডের দাবি জানালেন ইসলামী সামাজিক সংগঠন হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনিক কমিটি। বৃহষ্পতিবার সকাল ১১টায় নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সারাদেশ ব্যাপী নারী-শিশু নিযার্তন,হত্যা ও ধর্ষন বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভায় হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান। সংগঠনের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিতে এবং সাধারন সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি শাহ জামাল উদ্দিন রাব্বানী,সিনিয়র সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান শাদী,সহ সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক, ইটালী বিষ্ণপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান সহ অন্যরা।
বক্তারা বলেন সারাদেশে প্রতিদিন ধর্ষনের তালিকা যে ভাবে বাড়ছে তাতে আর বেশি দিন নয় অল্পদিনের মধ্যেই করোনা ভাইরাসের চেয়ে ভয়াবহ রুপ নিবে। এই সামাজিক ব্যধি থেকে আপনি আমি কেউ রেহাই পাবোনা। সমাজে যত অপকর্ম হয় তার মধ্যে সবচেয়ে ঘৃনিত ও লজ্জিত অপকর্ম হলো ধর্ষন। ধর্ষন হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ। তাই ধর্ষন কারীদের যে প্রচলিত আইন আছে তা সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানাচ্ছি।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © ২০২২||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।