নওয়াপাড়া পাঁচ কবরে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মোঃ কামাল হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ড পাঁচ কবর সংলগ্ন তামিম ঘাট এলাকায় রতনা নামের একজন গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।
সরেজমিনে যেয়ে দৈনিক চলনবিলের কথার প্রতিনিধি কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ক্যন্সার ও নানাবিধ রোগে আক্রান্ত হয়ে ছিলেন রতনা। নিজের অসুস্থতার ভার স্বামীর উপর চাপানোর থেকে আত্মহত্যার পথ বেছেনেন তিনি। তবে প্রাথমিকভাবে কারোর উপর করে যাওয়া কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি বলে জানান কামাল।
এদিকে ঘটনার সময় স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুল ওয়াদুদ জানান, তিনি ঘটনা স্থান পরিদর্শন করেছেন এবং লাশ উদ্ধার করে তার পরিবারের নিকটে হস্তান্তরের ব্যবস্থা করেছেন। এসময় তিনি বলেন, গরীব এবং অসহায় মানুষদের পাশে আছি সর্বদা থাকবো। তবে দয়া পূর্বক আমাকে জানাবেন এভাবে করে আর যাতে কেউ ট্রিটমেন্ট’র অভাবে এই পথ না বেছে নেয়। আমার এলাকায় এমন একটা ঘটনা আমাকে সত্যিই কষ্ট পাইয়েদিয়েছে।
এসময় স্বামী বিহ্বলিত হয়ে ৯ বছরের শিশু সন্তানকে ধরে নিশ্চুপ হয়ে পরে। এদিকে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
All rights reserved Dainik chalonbiler kotha দৈনিক চলনবিলের কথা © 2020 ||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।